Anandadhara Recruitment 2024

Anandadhara Recruitment 2024 এতদ্বারা সকলকে জানানো যাইতেছে যে জেলার গ্রাম উন্নয়ন বিভাগ এর মাধ্যমে জলপাইগুড়ি জেলার অন্তর্গত আনন্দধারা অধীন রাজ্যগঞ্জ ব্লগে মহাসঙ্ঘের অধীনে দশজন সম্পন্ন চুক্তিভিত্তিক থেকে পদে নিয়োগ করা হবে উপরোক্ত পদের জন্য উক্ত ব্লকের ২৫ থেকে ৪৫ বছর বয়সে স্নাতক উত্তীর্ণ স্বনির্ভর দলের মহিলা সদস্যরা আবেদন করতে পারবেন।

উক্ত নিয়োগের জন্য রায়গঞ্জ ব্লকের বাসিন্দ া সমস্ত স্বনির্ভর দলের উপযুক্ত সদস্যদের কাছ থেকে নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র আহবান করা হচ্ছে।

উপরোক্ত পথ ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও আবেদন পত্র পাওয়ার জন্য jalpaiguri.gov.in এই ওয়েবসাইটে নজর রাখুন অথবা সরাসরি ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

পদের নাম:- Community Resource Person Enterprise Promotion (CRP-EP)

আবেদনকারী অত্যাবশ্যকীয় যোগ্যতা Anandadhara Recruitment 2024

কেবলমাত্র ২৫ থেকে ৪৫ বছর বয়সী এসএসসি সদস্যরা আবেদনের যোগ্য। আবেদনকারীর বয়স ০১/০১০২০২৪ এর হিসেবে অনুযায়ী ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারীনিকে স্থায়ী ভাষার দক্ষ ও পারদর্শী হতে হবে
আবেদন কাহিনীতে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে।

আবেদন কাহিনী কে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে ওই ব্লকের নিম্নতম বসবাসকার দুই বৎসরের বেশি হতে হবে

আবেদনকারী স্মার্টফোন এবং কম্পিউটারের ব্যবহার জানলে অগ্রাধিকার পাবেন।

আবেদনকারী NRLM FOLD SHG এর সদস্য হতে হবে।

আবেদনকারী ম্যাথ এবং বিজনেসের দক্ষতা থাকতে হবে।

আবেদনকারী কে প্রতি মাসে কমপক্ষে ১৫ দিন কাজ করতে ইচ্ছুক থাকতে হবে।

আবেদনকারী কে এম ই ডি ব্লকের যে কোন গ্রাম পঞ্চায়েতে এবং জেলা যেকোনো এলইডি ব্লক এ কাজ করতে ইচ্ছুক থাকতে হবে।

আবেদনকারীকে নিজস্ব বা অন্য কোন এন্টারপ্রাইজে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

যদি উপরোক্ত ১০ নম্বরের অভিজ্ঞতা না থাকে তাহলে এক্সেসটিং কমিউনিটি কার্ড বা সিবিও লিডারস অধিকার দেওয়া হবে।

সহায়তা প্রদানের জন্য উদ্যোগের অধিক অগ্রাধিকার দেওয়া।

যে সমস্ত উদ্যোক্তাকে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের এর মাধ্যমে সাহায্য করা হবে সেইসব এস এইচ ডি মহিলা উদ্যোক্তার ব্যবসায়িক সম্ভবতা ও ক্রেডিট লিংকেজের অবস্থান প্রাথমিক বিশ্লেষণ করতে হবে। Anandadhara Recruitment 2024

মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এর অধীনে সহায়তা প্রধান করা হবে এমন এস এইচ জি এবং উদ্যোক্তাদের সম্পর্কে মতামত শেয়ার করতে হবে।

সি ই এফ লোন পরিষদের অবস্থা শেয়ার করা

বাজার সম্পর্কে সম্পর্ক ধারণ দেওয়া

সাপ্তাহিক কর্মপরিকল্পনা তৈরি করা ও লক্ষ্য অর্জনের বিষয়ে নিয়মিত রিপোর্ট করা

উপসঙ্গ ও এস এইচ জি এর সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন

মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ক্রিয়াকলাপে উপসংঘকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া।

যে সমস্ত উদ্যোক্তাকে মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলপেটের সহায়তা প্রদান করা হয়েছে তাদের তদারকি করার জন্য উপসর্গকে হাতে-কলমে প্রশিক্ষণ করা।

বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে অজ্ঞাত পতিদের অবগত করা

যে সমস্ত উদ্যোক্তা এম ই ডি এর সাহায্য পাবে তাদের সাথে মত ভাবনা ও ধারণা বিনিময় করা।

সি এফ ই লোন পরিষদের অবস্থা শেয়ার করা

উদ্যোক্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা Anandadhara Recruitment 2024

উদ্যোক্তাদের সাথে ব্যবসায়ী ভাবনা ও ধারণা ভাগ করে নেওয়া।
উদ্যোক্তাদের ব্যবসা সূচনা এবং বৃদ্ধি করাতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া।
সহজলভ্যতা মূল্যায়ন ও ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি করা লোনের প্রয়োজনীয়তা পরিষদের সময়কাল এবং পরিষদের সময়সূচী ইত্যাদি।
উত্তর তাদের প্রশিক্ষণ দেওয়া
উদ্যোক্তাদের দ্রব্যগুলিকে বাজারজাত করা।
শিল্পী আঁধার এফ এস এস সি আই ফ্যান gst ইত্যাদি প্রয়োজনে সম্পর্কে ধারণা দেওয়া।
অন্যান্য বিভাগের প্রকল্প গুলোর সাথে সংযোগ স্থাপন করা।
রেকর্ড এর আত্মিক বইয়ের রক্ষণাবেক্ষণ মানদন্ড নিশ্চিত করা।
এন্টারপ্রাইজগুলি গভর্নেন্স প্রটোকল অনুসরণ করে স্বচ্ছতা বজায় রেখে চরমভাবে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম করেছে কিনা তা নিশ্চিত করা।
উদ্যোক্তাদের বিমার সুবিধা প্রদান করা

আবেদন শুরু হচ্ছে ০১/০২/২০২৪ তারিখ থেকে
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫/০২/২০২৪

আবেদনপত্র জমা দেওয়ার সময়:- সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত কাজের দিনে।

আবেদনপত্র জমা দেওয়ার স্থান:- সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কারণ রাজগঞ্জ জলপাইগুড়ি এবং জেলা গ্রামীণ উন্নয়ন শাখা জলপাইগুড়ি।

আবেদন পদ্ধতি:- আবেদনকারীকে উপরোক্ত ঠিকানা এসে সঠিকভাবে পূরণ করা আবেদন সেই সঙ্গে বয়স শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনেই সব প্রত্যাহিত কাগজপত্র নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা ৬০ নম্বরের, যেটা এম সি কিউ টাইপের প্রশ্ন হবে। গ্রুপ একটিভিটি ২০ নম্বরের এবং মৌখিক কুলি নম্বরের সব মিলিয়ে টোটাল ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
যে সমস্ত প্রার্থী লিখিত এবং গ্রুপ এক্টিভিটি মিলিয়ে কমপক্ষে ৬০% নম্বর পাবে, তাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

পরীক্ষার সিলেবাস:- লিখিত পরীক্ষার মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী হবে
1। অংক ৩০ নম্বরের মোট ১৫ খানা প্রশ্ন থাকবে
2। লজিক ২০ নম্বরের মোট ১০টি প্রশ্ন থাকবে।
3। সাধারণ জ্ঞান ১০ নম্বরের টোটাল পাঁচটি প্রশ্ন থাকবে।

আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত জেরক্স কাগজ জমা করতে হবে।

  • মাধ্যমিক এডমিট কার্ড
  • স্নাতক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট
  • ভোটার কার্ড
  • সব প্রত্যয়িত আধার কার্ডের ফটোকপি
  • যথাযথ পূরণ করা এবং সংশ্লিষ্ট সঙ্গে সভানেত্রী সম্পাদিকা স্বাক্ষর এন এক্স আর এ যাহা ফর্ম সঙ্গে যুক্ত থাকবে
  • কম্পিউটার জ্ঞানের সংসার পত্র বা ফটোকপি যদি থাকে
  • ৪ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
  • প্রত্যেক পরীক্ষার্থীকে কোন ব্যবসায়িক উদ্যোগ বা কোন ব্যবসায়ী মালিকার অভিজ্ঞতা থাকতে হবে।
  • যদি প্রথম সত্যটি পূর্ণ না হয় তাহলে উক্ত সম্প্রদায়ের মুক্ত বা সি বি ও নেত্রী দা কে প্রাধান্য দিতে হবে
  • যদি উপলক্ষে দুটি শর্ত পূর্ণ না হয় তাহলে ২৫ থেকে ৪৫ বছর বয়স্ক পরীক্ষার্থীরা বিবেচিত হবেন
  • সমস্ত পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীকে মহিলা এবং এসএইচজি সদস্য হতে হবে যারা এন আর এল এম অন্তর্ভুক্ত এবং ওই এসআইজি দলটির অন্তত তিনবার ব্যাংক লিংকিং থাকতে হবে।

পরীক্ষার সময়:- লিখিত পরীক্ষার সময় এক ঘন্টা। প্রত্যেক পরীক্ষার্থীকে গ্রুপ ডিস অ্যাক্টিভিটির জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হবে কোন যাতায়াত খরচ প্রদান করা হবে না। Anandadhara Recruitment 2024

লিখিত পরীক্ষা ও গ্রুপ একটিভিটি তে প্রার্থী সর্বমোট নম্বর কমপক্ষে ৬০% ভিত্তিতে মৌখিক পরীক্ষার আহ্বান করা হবে।
চূড়ান্ত মেধাতালিকা লিখিত পরীক্ষা গ্রুপ একটিভিটি এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে তৈরি হবে।
চূড়ান্ত মেধাতালিকায় প্রথম 15 জনকে রাখা হবে এবং উক্ত পনেরোজনের মধ্যে থেকে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রথম ১০ জনকে রায়গঞ্জ ব্লক মহিলা মহা সঙ্গে নিয়োগ করা হবে।
মেধাতালিকায় এক বছর পর্যন্ত বৈধ থাকবে।

যে সমস্ত যোগ্যতা সত্তা বলি পূরণ করার মাধ্যমে উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীরাই লিখিত পরীক্ষায় বসার অনুমতি পাবেন। লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী তালিকা ডেস তারিখ বেলা তার সময় ব্লকের অন্তর্গত সমস্ত সংঘ অফিসের নোটিশ বোর্ডে এবং ব্লক অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাদেরকে পরীক্ষার প্রবেশপত্র জেলা আনন্দধারা কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষার দিন সময় ও অন্যান্য বিষয় পরীক্ষায় প্রবেশপত্রের সাথে জানানো হবে। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ সময় মত জানিয়ে দেওয়া হবে।

আবেদনপত্রের সাথে অতিরিক্ত তিন কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ড এবং সমস্ত যোগ্যতা ও অভিজ্ঞতার সম্পত্তিত প্রমাণপত্র জমা দিতে হবে।
আবেদনকারী সম্প্রতি তো কার্ড এবং কার্ডের ফটোকপি দিতে হবে
আবেদনকারী পিতা স্বামীর সম্প্রতি তো কার্ডের ফটোকপি দিতে হবে।
স্থায়ী বাসিন্দার শংসাপত্র জমা দিতে হবে। Anandadhara Recruitment 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top