ASHA karmi Recruitment 2023 | Bhagwanpur-I Block Asha Karmi Recruit

ASHA karmi Recruitment 2023 | আশা কর্মী নিয়োগ 2023

ASHA karmi Recruitment 2023 ভগবানপুর BDO অফিসের মাধ্যমে প্রচুর পরিমাণে  আশা  পদে নিয়োগ করা হবে। কি কি যোগ্যতা লাগবে কারা কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে তার সম্পূর্ণ ডিটেলস নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো বাংলায় পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে , তাছাড়া নিজস্ব লোকাল ভাষা জানতে হবে .  কেবলমাত্র এইখানে বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিধবা মহিলাদেরই আবেদন করার যোগ্যতা থাকবে।  VACANCY ADVERTISEMENT NO. HFW-27011/216/2018/NHM SEC Dept of H&  FW/Pt(1)679  


ASHA karmi Recruitment 2023

Organization Name:- West Bengal Purba Medinipur District
Official Website:- purbamedinipur.gov.in
Post Name:- Asha
Vacancies:- 10
Starting Date:- 15-09-2023
Last Date:-  10-10-2023
More Job :- Clik Here

Education Qualification & Age Of ASHA karmi Recruitment 2023

Asha 10 মাধ্যমিক বা সমতুল 
Age ২২ – ৪০  years

  • বয়সের ছাড় (উর্ধ্ব বয়সের সীমার মধ্যে) SC/ST প্রার্থীদের জন্য 05 বছর ওবিসি প্রার্থীদের জন্য 03 বছর।

ASHA karmi Recruitment 2023 ASHA karmi Recruitment 2023


Application Fee & Pay Scale ASHA karmi Recruitment 2023

কোন কিছু দেওয়া নেয়


How to apply ASHA karmi Recruitment 2023

  • আবেদন করার জন্য আপনাদের অফিসের ওয়েবসাইটে https://purbamedinipur.gov.in/ গিয়ে আবেদন পত্র নিতে হবে ।
  • তারপর সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি আপনাকে পূরণ করতে হবে এবং আপনার নিকটবর্তী যে ভিডিও অফিস থাকবে সেই ভিডিও অফিসে গিয়ে জমা করতে হবে।
  • আরো জানার জন্য অবশ্যই অফিসের নোটিফিকেশন একবার দেখুন।

আবেদনকারী যোগ্যতা

  1. আপনি যে গ্রামের জন্য ASHA পদে নিয়োগ হতে চান সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হ।
  2. মাধ্যমিক বা সমতুল্য পাশ করে থাকলেই আপনি আশা কর্মীর জন্য আবেদন করতে পারেন
  3. কেবলমাত্র বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন।
  4. কেবলমাত্র পশ্চিমবঙ্গের তপশিলি জাতি উপজাতিরাই আবেদনের যোগ্য হিসেবে পরিগণিত হবে।

আবেদনপত্রের সঙ্গে কি কি নথি জমা দিতে হবে

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (রেশন কার্ড বা ভোটার কার্ড)
  • বয়সের প্রমাণপত্র
  • বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর যেকোনো একটি পরিচয় পত্র
  • তপশিলি জাতি / তপশিলি উপজাতি পাত্রীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা জাতি শংসাপত্র
  •  প্রাথীর স্বাক্ষর করা দুই কপি পাসপোর্ট মাপের ছবি

Important Date of apply ASHA karmi Recruitment 2023

  1. আবেদন করা যাবে : 15-09-2023
  2. আবেদনের শেষ তারিখ : 10-10-2023

ASHA karmi Recruitment 2023 Recruitment 2023

Official Website Click Here
Official Notification Click Here
Apply Online Click Here
Join WhatsApp Group Click Here
Join Telegram Group Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top