Darjeeling Anganwadi Recruitment 2024
ICDS Recruitment 2024 Apply Online
Darjeeling Anganwadi Recruitment 2024 – ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সহায়িকা এবং অন্যান্য পদের জন্য ICDS WB Anganwadi Recruitment 2023 Notification প্রকাশ করতে চলেছে । গত বছর প্রকাশিত হয়েছিল ICDS পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের জন্য সরকারী বিজ্ঞপ্তি এবং পরীক্ষা হয়েছে । এখন আবার নতুন করে বিজ্ঞপ্তি বের হবে যে খানে প্রচুর পরিমাণে ICDS WB নিয়োগ করবে । Memo No.105/ICDS/DJ-PU L/23
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার রঙ্গিত, বাদামতাম, দার্জিলিং, দাবাই পানি ও অন্যান্য দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় অবস্থিত বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে এই নিয়োগ সম্পন্ন করা হবে।
Darjeeling ICDS Recruitment 2024
মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গের অধীনে সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবার মাধ্যমে কর্মী, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, সহকারী এবং সুপারভাইজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। পশ্চিমবঙ্গ প্রার্থীদের অঙ্গনওয়াড়ি শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারন আমারা এই শুধুমাত্র কিছু কিছু জিনিস এই খানে লিখি বাকি গুলো জানা আপনাদের খুব দরকার । না হলে আপনাদের অনেক কিছু জানা হবে না। এটি একটি সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গ 2024-এ অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য ,এবং যে সমস্ত শিক্ষিত মহিলা এবং মেয়েরা আবেদন করবেন তাদের জন্য । আজ আমরা এই Post টি লিখছি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ।
আপনি যদি মাত্র 8th বা 10th বা 12th পাস করে থাকেন তবে আপনার জন্য এই চাকরিটি পাওয়ার একটি বড় সুযোগ রয়েছে, এই কথাটা বলছে ICDS Recruitment 2024 Apply Online 2024। আপনি যদি এই চাকরিটি করতে চান তা হলে অবশ্যই Official Website follow করবেন । এছাড়াও আপনি নিয়মিত আমাদের ওয়েবসাইট Visit করবেন, আপনি আমাদের এই ওয়েবসাইট থেকে এই West Bengal ICDS Recruitment 2024 চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনি সরাসরি আমাদের এই ওয়েবসাইট থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। আমরা এখানে লিংক দিয়ে রাখবো আপনি Just Click করে আবেদন করতে পারবেন।
If you have just passed 8th or 10th or 12th then there is a big chance for you to get this job, says ICDS Recruitment 2024 Apply Online 2024. If you want to do this job then definitely follow the official website. Also you will visit our website regularly, you will get detailed information about this West Bengal ICDS Recruitment 2024 job from our website. If you want to apply for this job then you can directly apply for this job from our website. We will put the link here, you can apply by just clicking.
Darjeeling ICDS Recruitment 2024 Details
Name of Organization | Department of Women Development & Child Welfare, West Bengal |
Name of Recruitment | Darjeeling Anganwadi Recruitment 2024 / Darjeeling ICDS Recruitment 2024 |
Number of Vacancies | 25 |
Notification Released on | 09.11.2023 |
Application Mode | Offline |
More Job | Click Here |
Education Qualification & Age ICDS Recruitment 2024
Education Qualification | ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাস। তবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীকেও পদের জন্য বিবেচনা করা হবে। |
Age | 18-35 বছর । |
Application Fee & Pay Scale West Bengal Darjeeling Anganwadi Recruitment 2024
Pay |
|
Fee | Update Soon |
How to Apply WB ICDS Recruitment 2024
- অফলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে। আবেদন করতে হবে অফলাইনের মধ্যেমে। আবেদন পত্রটি আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করুন। তার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুল ভাবে আবেদন পত্রটিকে ফিলাপ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস গুলিকে আবেদন ফরমটির সঙ্গে অ্যাটাচ করে একটি মুখ বন্ধ খামে ভরে নিচে দেওয়া অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিন।
- আবেদন করার জন্য আপনাদের অফিসের ওয়েবসাইটে https://darjeeling.gov.in/ গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- Option যান এবং অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ।
- আগে ভালো Full Notificationটি পরুন তারপরে আবেদন করুন।
- অফলাইনের আবেদন করার আগে আপনাদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে।
- এবং তারপরে অনলনে টাকা দিন আবেদন ফী।
- অবশেষে, সমস্ত কিছু যাচাই করুন যাতে কিছু ভুল না হয়ে যাই। তার পরে submit করে দিন। তাহলেই আপনার ICDS form fill-up হয়ে যাবে।
WB Darjeeling ICDS Recruitment 2024 Important Date
এই নিয়োগের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ 05/12/2023 অর্থাৎ মঙ্গলবারের বিকেল 5 টা পর্যন্ত।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
To, Block Development Officer Office of The Block Development Office Darjeeling Pulbazar Development Block P.O.-Bijanbari, Dist.-Darjeeling. PIN-734201.
Important dates
এই নিয়োগের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ 05/12/2023 অর্থাৎ মঙ্গলবারের বিকেল 5 টা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের যাচাই করা হবে। যেখানে লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের, এবং ইন্টারভিউ হবে ১০ নম্বরের।
- The total marks for written and viva-voce will be 100 out of which 90 (75 MCQ, 15 Essay) are for written test and 10 are earmarked for viva-voce.
- If a candidate is qualified in the written examination, but does not appear in the viva-voce she will be disqualified for selection as AWH.
- There will be no qualifying marks in the viva-voce test.
- A candidate must secure at least 30 marks to qualify for the Viva-Voce. Call letters for interviews shall be offered based on the inter-se merit displayed in the written examination.
- For preparation of the final Panel, marks obtained in the written examination as well as in the Viva-Voce test will be considered for preparation of merit list.
Syllabus for written examination-
An essay of 150 words in mother tongue (Class VIII standard) | 15 Marks |
Arithmetic (Class VIII standard) | 20 Marks |
Nutrition, Public Health, Status of Women | 15 Marks |
English language (candidates understanding of the simple and Primary knowledge of English language), simple translation up to the level of class VIII/IX etc. | 20 Marks |
General knowledge | 20 Marks |
Viva Voce | For 10 arks. |
Documents to attach with application:
- Photo Identity Card (issued by Govt. like Aadhar/Voter Card)
- Proof of Date of birth
- Residential certificate
- Documents in support of educational qualification
- 2 copies of filled admit card proforma (filled and with photograph affixed)
- Caste certificate issued by SDO (as may be applicable)
- Disability certificate issued by the Medical Disability Certification Board (as may be applicable).
FAQ
পশ্চিমবঙ্গ ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার বেতন কত 2024 ।
- Rs.7100/- থেকে Rs.37600/-
কারা কারা আবেদন করতে পারবে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার হিসাবে ?
যে সমস্ত মেয়ে বা মহিলা ক্লাস ৭,৮,১০,১২ পাস করেছে তারাই আবেদন করতে পারবে
কোন কিছু জানার জন্য অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং কারা কারা এই job করতে চাইছেন আপনাদের ডিস্ট্রিক্ট কোথায় কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সমস্ত ডিটেলস নিচে কমেন্ট বক্সে দিতে পারেন তাহলে আপনাদের চাকরির ক্ষেত্রে সুবিধা হবে।