HHW Recruitment 2024 :- আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনার মাধ্যমিক পাস করা থাকে তাহলে আপনার কাছে একটি সুবর্ণ সুযোগ রয়েছে Health Worker হিসেবে কাজ করা যেটা কিন্তু সম্পূর্ণই সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং এখানে আপনারা মাসে মাসে বেতনও পাবেন।
Health Worker Recruitment 2024 হিসেবে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
Health Worker Recruitment 2024 হিসেবে কাজ করার জন্য কোন অভিজ্ঞতা দরকার হবে না শুধুমাত্র মাধ্যমিক পাশেই আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যদি আপনার আরো উচ্চতম কোন যোগ্যতা থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। শুধু মাত্র মহিলারাই Health Worker Recruitment 2024 হিসেবে কাজ করতে পারবেন। যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে বা আপনি বিবাহ বিচ্ছেদ বা আপনার হাজব্যান্ড কোনো কারণে মারা গেছে তাহলেই আপনি Health Worker Recruitment 2024 হিসেবে কাজ করতে পারবেন।
Health Worker Recruitment 2024 হিসেবে কাজ করার জন্য কত কি বয়স লাগবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন কতগুলো পোস্ট রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস নিচে দিয়ে দেওয়া হলো। অবশ্যই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি টি একবার ভালো করে পড়ে নেবেন কারণ সেই বিজ্ঞপ্তিটিতে আরো অনেক ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার।
ভালোভাবে অফিসের বিজ্ঞপ্তি টি পড়ার পর যদি মনে হয় যে আপনারা Health Worker Recruitment 2024 হিসেবে কাজ করবেন তাহলে অবশ্যই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন যেটা কিন্তু মালদা ডিসটিকে হবে এবং ইংলিশ বাজার মিউনিসিপালিটি আন্ডারে Health Worker Recruitment 2024 নিয়োগ করে নেওয়া হবে।
HHW recruitment 2024
Organization Name:- | WB Health |
Official Website:- | Click Here |
Post Name:- | Honorary Health Worker |
Vacancies:- | 16 |
Online Application Date:- | 09/01/2024 |
More Job :- | Clik Here |
Education Qualification & Age Of HHW recruitment 2024
Name of the post | Honorary Health Worker (HHW) |
Name of the Programme | Municipal Councillors English Bazar |
পোস্ট এবং বিভাগের সংখ্যা | বিদ্যমান শূন্যপদ: 16 |
পোস্টিং এর স্থান | English Bazar Municipality |
পারিশ্রমিক | প্রতি মাসে Rs.4,500/- (মাত্র চার হাজার পাঁশসো টাকা) |
1লা জানুয়ারী 2024 তারিখে বয়স | ঊর্ধ্ব বয়স সীমা 40 বছর |
Educational qualification: Minimum Madhyamik pass or equivalent examination. Candidates having higher qualification can also apply. Marks obtained in Madhyamik or equivalent examination will be considered. For calculation of the marks obtained in the Secondary Examination (Madhyamik or equivalent), the aggregate is to be considered (excluding the marks obtained in the additional paper).
Application Fee & Pay Scale HHW recruitment 2024
- General / OBC / EWS : 000/-
- SC / ST : 00/-
- Pay the Examination Fee Through Debit Card, Credit Card, Net Banking Fee Mode Only.
- আরো বিশদে জানার জন্য অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করুন
How to apply HHW recruitment 2024
- আবেদন করার জন্য আপনাদের official website : www.englishbazarmunicipality.org, www.malda.gov.in গিয়ে offline আবেদন করতে হবে ।
- আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল ওয়েবসাইটে যেই নোটিফিকেশন দেওয়া হয়েছে সে নোটিফিকেশন টা আপনারা পড়ে নেবেন কারণ আরো অনেক কিছুই দেওয়া থাকে সে নোটিফিকেশনে।
- আবেদন করতে হলে অবশ্যই লাস্ট ডেট এর আগে আপনাদেরকে আবেদন করতে হবে।
- সমস্ত ফর্মটা ফিলাপ হয়ে গেলে অবশ্যই সমস্ত ফর্ম টা একবার চেক করে দেখবেন যাতে কথা ভুল না থাকে। ফর্মে যদি কোন রকম ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে।
- আরো বিশদে জানার জন্য অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করুন।
Important Date & Time For HHW recruitment 2024
Particulars | From | To |
---|---|---|
Registration | 09/01/2024 | 30/01/2024 within 5.00 PM |
Fee submission | 09/01/2024 | 30/01/2024 within 5.00 PM |
Form submission | 09/01/2024 | 30/01/2024 within 5.00 PM |
নিয়োগের জন্য সাধারণ শর্তাবলী HHW recruitment 2024
1. Age: As on 01.01 .2024 30-40 years for General category, candidates belong to SC/ST/OBC (A/B) age is between 22-40 years”
2. Candidate must be the resident of this Municipality arca,
3. Since it is an honorary engagement, not a regular or contract engagement, 100 point roster is not applicable.
4. Monthly honorarium of the HHW will be Rs. 4,500-(Rupees Four Thousand Five Hundred only) per month.
5. The HHW shall be engaged on contract initially for a period of I (one) year on probation from the date of joining of each HHW and shall be extended further on the basis of satisfactory performance and on obtaining approval for extension from the UD & MA Department.
6. The candidates will have to apply in the prescribed Application Format. Application Format is to be downloaded from the Website of this office: www.englishbazarmunicipality.org, www.malda.gov.in
7. Document to be attached with application: l. Proof of marital status (Candidate are to enclose self attested copy of Marriage Certificate / Voter Card/Ration Card Aadhaar Card mentioning the husband name for married candidates, Death Certificate of husband for widows and Order of Hon’ble Court order for divorce, if any for divorcees) , 2. Self-attested copy of proof of Age (Madhyamik Admit card), 3. Proof of residence (Aadhaar Card/Voter ID/Ration Card), Mark sheet of Madhyamik or equivaient
examination as applicable. 4. Proof of caste, as per certificate issued by the Sub Divisional Officer (Malda Sadar,Malda) if applicable.
8. All applications must be addressed to the Sub Divisional Officer and Chairperson of HHWs Selection Committee, English Bazar Municipality and to be submitted physically at the Municipal Office within working days at the designated drop box placed to the General Section.
9. Applications are invited from 09/01/2024 till 30/01/2024 within 5.00 PM. After that no application will be received or entertained,
The selection would be based on
1. Eligible candidates to be called for interview in the ratio of 1: l0 for every vacancy of HHW based on
the marks obtained in the Madhyamik or equivalent examination.
2. Marks obtained by the candidate in the Madhyamik or equivalent examination (90% weightage).
3. Score in the interview (10% weightage)
4. Final merit list shall be prepared based on marks obtained by the candidate in the Madhyamik or
equivalent examination and score secured in the interview taken together.
No TA/DA will be allowed to attend the interview
Important Link HHW recruitment 2024
Official Website | Click Here |
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Join WhatsApp Group | Click Here |
Join Telegram Group | Click Here |
আরো বিশদে জানার জন্য অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে আপনি আপনার সম্পূর্ণ কোয়ালিফিকেশন , কত বয়স লাগবে আপনার , অ্যাপ্লিকেশন ফি কত লাগবে , এবং অনলাইন মাধ্যমে আপনারা কি করে এই ফর্মটা ফিলাপ করবেন তার যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। অফিসের ওয়েবসাইট এর মধ্যে HHW recruitment 2024 ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো পোষ্টের কথা বলা হয়েছে কত কি পোস্ট রয়েছে তা আমরা উপরে দেখিয়ে দিয়েছি। আরো কিছুতে জানার জন্য কিন্তু আপনারা অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে গভারমেন্ট অফিসের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যান এবং সম্পূর্ণ নোটিফিকেশন টা পড়ুন । যদি আপনাদের মনে হয় যে এই প্যারামেডিকেল পোস্ট আপনাদের জন্য তাহলে অবশ্যই আপনারা মেডিকেলের জন্য আবেদন করবেন অনলাইনের মাধ্যমে।